Print Date & Time : 6 August 2025 Wednesday 8:14 am

শিল্পকলায় ‘আহত ফুলের গল্প’ সিনেমার বিশেষ প্রদর্শনী

শোবিজ ডেস্ক: অন্তু আজাদ নির্মাণ করেছেন সিনেমা ‘আহত ফুলের গল্প’। এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাহিয়া খান, সুজন মাহাবুব, আলী আহসান, গাজী রাকায়েত, অনন্যা হক, শেলী আহসান, জয়া, অভি চৌধুরী, শান্ত কুণ্ডু, কামরুল হাসান, তৌহিদুল আলম, সজীব, রিফাত, পিয়ারা বেগম, শহীদুল ইসলাম, ওমর চাঁদ, ইকতারুল ইসলাম, আরিফ, মিনহাজ, তাজিন, রাব্বি, শিরীনসহ অনেকে। আগামীকাল (১৯ নভেম্বর) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এর আগে সিনেমাটি বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে এবং ওশান মাইন্ড এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘দিঘি বান্ধা ঘাটে’ শিরোনামে একটি গান। এর কথা লিখেছেন কবি, নির্মাতা টোকন ঠাকুর, সুর ও কণ্ঠ দিয়েছেন পিন্টু ঘোষ। সংগীতায়োজন করেছেন পিন্টু ঘোষ ও রোকন ইমন। এ সিনেমায় চারটি গান এবং একটি উত্তরবঙ্গের বিয়ের গীত ব্যবহার করা হয়েছে। রবীন্দ্রসংগীত ও বিয়ের গীত ছাড়াও তিনটি মৌলিক গান রয়েছে এতে। এ তিনটি গানের কথা লিখেছেন টোকন ঠাকুর, কামরুজ্জামান কামু, সোলায়মান আকন্দ। কণ্ঠ দিয়েছেন পিন্টু ঘোষ, কামরুজ্জামান রাব্বি ও লিপু অসীম। রবীন্দ্রসংগীতটি গেয়েছেন রোকন ইমন। বিয়ের গীত কণ্ঠে তুলেছেন উত্তরবঙ্গের আঞ্চলিক শিল্পীরা। এ সিনেমার চিত্রগ্রহণে রয়েছেন মো. আরিফুজ্জামান, সম্পাদনা করেছেন সৈকত খন্দকার। আবহসংগীত ও গানের সংগীতায়োজন করেছেন পিন্টু ঘোষ ও রোকন ইমন।