শেয়ার বিজ প্রতিনিধি, জয়পুরহাট: জয়পুরহাট রেলস্টেশন এলাকা থেকে ২৭ ফেব্রুয়ারি রাতে উদ্ধার হওয়া ওমর ফারুক নয়ন (৪) নামে শিশুটি মায়ের কোলে ফিরেছে। বৃহস্পতিবার শেয়ার বিজে ‘জয়পুরহাট স্টেশন এলাকা থেকে শিশু উদ্ধার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে শিশুটির পরিবার জয়পুরহাট থানা থেকে গতকাল রোববার তাকে নিয়ে যায়।
সদর থানার ওসি সেলিম হোসেন জানান, গত ২৭ ফেব্রুয়ারি রাতে জয়পুরহাট রেলস্টেশন এলাকায় কান্নারত শিশু নয়নকে উদ্ধার করে পুলিশ। সে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কোনো এক গ্রামের রুবেল হোসেন ও ফাতেমা বেগমের ছেলে বলে জানায়। এছাড়া নয়ন তার পূর্ণ ঠিকানা দিতে পারেনি। খাবারের লোভ দেখিয়ে অজ্ঞাত ব্যক্তিরা তাকে নিয়ে আসে। পরে বাড়ি ফেরার জন্য কান্নাকাটি করলে তারা মারধর করে বলে নয়ন পুলিশকে জানায়। পরে তাকে চিকিৎসার জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এ-সংক্রান্ত খবর দৈনিক শেয়ার বিজ পত্রিকায় প্রকাশিত হলে শিশুটির মা জয়পুরহাট থানায় আসেন। শিশুটি তার মাকে দেখে চিনতে পারলে রোববার মা ফাতেমা বেগমের কাছে তাকে হস্তান্তর করা হয়।