শিশুদের জন্য আগ্নেয়াস্ত্র বানাল মার্কিন কোম্পানি

শেয়ার বিজ ডেস্ক: শিশুদের জন্য প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র তৈরি করেছে মার্কিন অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডব্লিউইই ১। আধা স্বয়ংক্রিয় (সেমি অটোমেটিক) বন্দুক

এআর-১৫-এর আদলে তৈরি করা আগ্নেয়াস্ত্রটির (বন্দুক) নাম দেয়া হয়েছে জেআর-১৫। খবর: ইকোনোমিক টাইসম।

ডব্লিউইই ১-এর বরাত দিয়ে জেআর-১৫ সম্পর্কে ইকোনোমিক টাইমস জানায়, এই বন্দুকটির দৈর্ঘ্য ৩১ ইঞ্চি। ওজন ২ দশমিক ৫ পাউন্ড (১ কেজি)। এর ম্যাগাজিনে সর্বোচ্চ ১০টি ২২ ক্যালিবারের বুলেট রাখা যায়। দাম ৩৮৯ মার্কিন ডলার।

অভিভাবকরা যেন ‘আনন্দের সঙ্গে’ ও ‘নিরাপদে’ তাদের সন্তানদের অস্ত্র চালনা শেখাতে পারেন, সেজন্য এ বন্দুক তৈরি করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তারা বলেন, এটি আকার, আকৃতি, অনুভব ও পরিচালনা খুবই কোমল। একদম মা-বাবার স্নেহের মতো।

তারা আরও জানান, শিগগির এই জেআর-১৫ বাজারে ছাড়া হবে। এজন্য তারা বিজ্ঞাপনও প্রচার করছেন। তবে এই অস্ত্র তৈরির পর তাদের বিরুদ্ধে নিন্দার ঝড় বইছে যুক্তরাষ্ট্রজুড়ে। এর আগে প্রতিষ্ঠানটির সেমি-অটোমেটিক মডেল এআর-১৫ (বড়দের ব্যবহƒত বন্দুক) নিয়ে দেশটির বিদ্যালয়ে অনেক হামলার ঘটনা ঘটেছে। অস্ত্রের নিরাপদ ব্যবহার নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। ছবি ও তথ্য প্রকাশিত হওয়ার পর হচ্ছে সমালোচনা।

মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ভায়োলেন্স পলিসি সেন্টারের নির্বাহী পরিচালক জশ সুগারমান বলেন, ওয়েবসাইটে প্রথম যখন আমি এই বন্দুকের ছবি দেখি এবং বিবরণ পড়ি, তখন একে একটি উদ্ভট কৌতুক মনে করেছিলাম। পরে আমি বুঝতে পারি, এটি কৌতুক নয়। তবে নিঃসন্দেহে উদ্ভট ও ভীতিকর।

দেশটির নিউটন অ্যাকশন অ্যালায়েন্সও ডব্লিউইই ১ কোম্পনির বিরুদ্ধে নিন্দা জানানোর পাশাপাশি অবিলম্বে এই বন্দুকের বিপণন ও বাজারজাতকরণ বাতিলের দাবি জানিয়েছে। প্রসঙ্গত, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে প্রচার-প্রচারণা চালায় নিউটন অ্যাকশন অ্যালায়েন্স।

যুক্তরাষ্ট্রে ক্রমর্ধমান সামাজিক সংঘাত বেড়ে যাওয়ার মূলে রয়েছে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা। অর্থ থাকলে দেশটিতে যে কেউ সহজে আগ্নেয়াস্ত্র কিনতে পারেন। এতে প্রায়ই সহিংসতার ঘটনা বিশ্ব গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও এর ব্যবহার সীমিত রাখার জন্য দেশটির কংগ্রেসে বেশ কয়েকবার উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু তা অস্ত্র কোম্পনির সুবিধাভোগী আইনপ্রণেতাদের কারণে আলোর মুখ দেখেনি।

যুক্তরাষ্ট্রের সংবিধানে আত্মরক্ষার জন্য অস্ত্রের মালিকানার অধিকার স্বীকৃত রয়েছে। এ আইনের অব্যবহার ঘটছে অহরহ ঘটছে অপরাধমূলক কর্মকাণ্ড।