প্রতিনিধি, রংপুর : রংপুরের গঙ্গাচড়ায় মাদ্রাসা শিশু শিক্ষার্থী জিসান হোসেন রাহিম (৮) হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। এতে ওই মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেয়।
শনিবার সকালে গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে পাঁচ শতাধিক লোক উপস্থিত ছিলেন। এসময় জিসান হত্যার প্রধান আসামির ফাঁসিসহ জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
এ সময় উপজেলা জামায়াতের আমীর মাওলানা নায়েবুজ্জামান বলেন, শিশু জিসানকে হত্যা করে পাট ক্ষেতে রাখা হয়েছিলো। যেভাবে আসিয়া হত্যার বিচার ৯০ দিনের মধ্যে শেষ হয়েছে, সেইভাবে জিসান হত্যার বিচারের বাস্তবায়ন চাই। আমরা শিশু জিসানের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। মাদ্রাসা কমিটির সদস্য আজম আলী বলেন, জিসান হত্যা মামলার সব আসামির আমরা ফাঁসি চাই।
সভাপতির বক্তব্যে গঙ্গাচড়া সদর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু বলেন, এই অবুঝ শিশুটি কি অপরাধ করেছিলো? যার জন্য তার হাত পা ভেঙে মেরে পাট ক্ষেতে রাখতে হবে। আমরা এ হত্যার সঙ্গে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জিসানের মা জেসমিন আরা খাতুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারি ইউনুস আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মরহুম বীর মুক্তিযোদ্ধা সাদেকুল ইসলাম এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার মুহতারিম রেজাউল করিম প্রমুখ।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান জানান, আসামিকে জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া গেছে। তবে অধিকতর তদন্তের স্বার্থে এই মুহূর্তে তা প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য, গত বৃস্পতিবার রাতে জিসানকে মরহুম বীর মুক্তিযোদ্ধা সাদেকুল ইসলাম এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা থেকে ডেকে নিয়ে ইউনিয়নের একটি পাটক্ষেতে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।