Print Date & Time : 13 September 2025 Saturday 11:47 pm

শীতকালীন ছুটি বাতিল করলো ইসলামী বিশ্ববিদ্যালয়

শেয়ার বিজ ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের পূর্ব নির্ধারিত ৯ দিনের শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। করোনাকালীন বন্ধের সময়ের ক্ষতি পুষিয়ে নিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের জীবন থেকে হারিয়ে যাওয়া মূল্যবান সময়ের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আগামী ২৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ৯ দিনের পূর্ব নির্ধারিত ছুটি বাতিল করা হলো।