Print Date & Time : 6 July 2025 Sunday 6:43 am

মা-বাবা হলেন কারিনা-সাইফ

শোবিজ ডেস্ক: গতকাল সকাল সাড়ে ৭টা নাগাদ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ছেলেসন্তানের জন্ম দিয়েছেন কারিনা কাপুর খান। হাসপাতাল সূত্রের খবর, মা ও ছেলে দুজনই ভালো আছেন। কারিনার ছেলে হওয়ার খবর প্রথম টুইট করে জানিয়েছেন পরিচালক করণ জোহর। তিনি লেখেন, ‘আমার বেবোর একটা ছেলে হয়েছে। আমি খুব খুশি।’ এদিন সকালে কারিনার বাবা রণধীর কাপুর সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা খুব খুশি। কারিনা আর বেবি দুজনই ভালো আছে।’

জানা যায়, কারিনাকে হাসপাতালে ভর্তি করার পর খান ও কাপুর পরিবারের প্রায় সব সদস্যই সেখানে উপস্থিত ছিলেন। শোনা গিয়েছিল, ছেলে বা মেয়ে যা-ই হোক নাম রাখা হবে ‘সাইফিনা’। কিন্তু পরে সাইফ নিজেই সে গুজব উড়িয়ে দেন। করণ জোহর টুইটে কারিনার ছেলের নাম লিখেছেন তৈমুর আলি খান।

 

জানা যায়, কারিনা-সাইফও জানিয়েছেন ছেলের নাম তারা রেখেছেন তৈমুর আলি খান পতৌদি। সূত্র: আনন্দবাজার পত্রিকা