ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার শীত প্রধান এলাকায় শীতার্ত মানুষের মাঝে সম্প্রতি শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রতি বছর শীত মৌসুমে অতিরিক্ত শৈত্যপ্রবাহের কারণে অসহায় ও হতদরিদ্র মানুষদের চরম দুর্ভোগে পড়তে হয়। সেসব হতদরিদ্র ও নিঃস্ব মানুষের পাশে দাঁড়িয়েছে ইউআইইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের তরুণ সদস্যরা। ক্যাম্পাসে বুথ স্থাপন করে শীতবস্ত্র ও তহবিল সংগ্রহ করে, যা দিয়ে ফুলবাড়ীর উপজেলার ৮টি গ্রামের ৭০০টিরও বেশি পরিবারকে সহায়তা করা হয়েছে। বিজ্ঞপ্তি