নিজস্ব প্রতিবেদক: কাগজে-কলমে শীত শেষ হয়েছে সপ্তাহখানেক আগে। শীতের সময়টায় বাংলাদেশে সাধারণত বৃষ্টিপাত খুব একটা দেখা যায় না। তাই শীত মৌসুম শেষ হতেই আবহাওয়ার পূর্বাভাসে আসছে বৃষ্টির কথা।
আবহাওয়া অধিদপ্তর গতকালের পূর্বাভাসেও বৃষ্টির কথা জানিয়েছিল। গতকাল রোববার সকালে যে পূর্বাভাস দেয়া হয়েছে, সেখানে পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
গতকাল সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তেও পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
কুয়াশার বিষয়ে বলা হয়েছে, ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
গতকাল সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। কাল ঢাকায় সূর্যাস্ত ছিল সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে। আর আজ সূর্যোদয় ভোর ৬টা ২৯ মিনিটে।
গত শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।