শীর্ষে অ্যানড্রয়েড পেছনে আইফোন  

শেয়ার বিজ ডেস্ক: ছুটির মৌসুমে ভালো অবস্থানের পাশাপাশি গত বছর গুগলের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের বিক্রি শীর্ষস্থানে ছিল। এর পরের অবস্থানে রয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের আইওএস ডিভাইস আইফোন। খবর বিজনেস ইনসাইডার।

বর্তমান বাজারে শীর্ষ অবস্থান ধরে রেখেছে অ্যানড্র্রয়েড। আগের বছর সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে চীন, জার্মানি, ফ্রান্স, ইতালি ও স্পেনে আইফোনের তুলনায় অনেক ভালো ছিল অ্যানড্রয়েড ডিভাইসের বিক্রি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রেও শক্ত অবস্থানে রয়েছে অ্যানড্রয়েড। তবে অ্যাপল খুব দ্রুতই এগিয়ে চলেছে। ২০১৬ সালে আইফোন ৭ ও ৭ প্লাস উšে§াচনের পর যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজারের ৪৩ শতাংশ রয়েছে অ্যাপলের দখলে। ২০১৫ সালে একই সময়ে দেশটিতে অ্যাপলের দখল ছিল ৩৭ শতাংশ।