ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ২০২১-২২ অর্থবছরে ব্যাংকিং খাতে অন্যতম শীর্ষ কর প্রদানকারী করদাতা হিসেবে পুরস্কৃত হয়েছে। এ উপলক্ষে কর অঞ্চল-১, ঢাকার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের অধীন ঢাকা কর আপিল অঞ্চল-০২-এর কমিশনার রওনাক আফরোজ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান শাহর কাছে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট হস্তান্তর করেন। সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের মহাপরিচালক একেএম বদিউল আলম, বৃহৎ করদাতা ইউনিটের কর কমিশনার মো. ইকবাল হোসেন এবং ব্যাংকের অর্থ ও হিসাব বিভাগের প্রধান মুহাম্মাদ কামরুজ্জামান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 6 September 2025 Saturday 9:15 pm
শীর্ষ করদাতা হিসেবে সম্মাননা পেল ফার্স্ট সিকিউরিটি ব্যাংক
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: