শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে সোনালী ব্যাংকের সভা অনুষ্ঠিত

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে ২০২২-২৩ অর্থবছরের চতুর্থ সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কুমিল্লার একটি হোটেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান কার্যালয়ের নৈতিকতা কমিটির আহ্বায়ক মো. আফজাল করিম। জেনারেল ম্যানেজার’স অফিস কুমিল্লার জেনারেল ম্যানেজার মো. শরিয়ত উল্লাহ্র সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মীর মোফাজ্জল হোসেন, জেনারেল ম্যানেজার ও ব্যাংকের শুদ্ধাচার ফোকাল পয়েন্ট মো. সাফায়েত হোসেন পাটওয়ারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি