নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের পুঁজিবাজারে। এদিন পুঁজিবাজারের সব সূচক কমেছে। সেই সঙ্গে লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। এছাড়া গতকাল ডিএসইতে লেনদেনে অংশ বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত ছিল। গতকাল সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের পতনেও শুধু ব্যাংক খাতের শেয়ারদর সামান্য বেড়েছে। এদিকে গতকাল তিন খাত ছাড়া বাকি সব খাতের শেয়ারদর কমেছে। এদিন আইটি খাতের শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ব্যাংক খাতের শেয়ারদর বেড়েছে দশমিক ১০ শতাংশ। এদিন খাতটিতে মোট ৩৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ২টির দর বেড়েছে এবং ৩টি কমেছে ও বাকি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত ছিল। এছাড়া টেলিকমিউনিকেশন, সিমেন্ট এবং আর্থিক খাতে শেয়ারদর বৃদ্ধির বা কমার কোনো পরিবর্তন হয়নি।
এদিকে গতকাল বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় আইটি খাতে শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে। খাতটিতে গতকাল শেয়ারদর কমেছে ২ দশমিক ৫০ শতাংশ। এরপর দর বেশি কমেছে কাগজ ও মুদ্রণ খাতের শেয়ারে। খাত দুটিতে ১ দশমিক ৫০ শতাংশ শেয়ারদর কমেছে। ১ দশমিক ৩০ শতাংশ শেয়ারদর কমে তৃতীয় স্থানে ছিল সেবা ও আবাসন খাত। চতুর্থ স্থানে থাকা পাট খাতে গতকাল ১ শতাংশ শেয়ারদর কমেছে।
অন্যদিকে গতকাল লেনদেনের দিক থেকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতে। খাতটিতে গতকাল ডিএসইর মোট লেনদেনের ২৯ শতাংশ লেনদেন হয়েছে। এরপর দ্বিতীয় স্থানে থাকা প্রকৌশল খাতে ডিএসইর মোট লেনদেনের ৯ দশমিক ১০ শতাংশ লেনদেন হয়েছে। ৮ শতাংশ লেনদেন হওয়া আইটি খাত রয়েছে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে থাকা জ্বালানি ও বিদ্যুৎ খাতে ডিএসইর মোট লেনদেনের ৭ দশমিক ৫০ শতাংশ লেনদেন হয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ৪৯ পয়েন্ট বা দশমিক ২৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ১৭৭ দশমিক ৮৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪ দশমিক ৫৭ পয়েন্ট বা দশমিক ৩৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২ দশমিক ১৭ পয়েন্ট বা দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫১ দশমিক ০১ পয়েন্টে এবং দুই হাজার ১৯১ দশমিক ৪৩ পয়েন্টে।
ডিএসইতে ১৪৬ কোটি ৫১ লাখ টাকার লেনদেন হয়েছে; যা আগের কার্যদিবস থেকে ৩১ কোটি ৯০ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ১৭৮ কোটি ৪১ লাখ টাকার। ডিএসইতে ৩২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ৭টির বা ২ দশমিক ১৩ শতাংশের, শেয়ারদর কমেছে ১৫৮টির বা ৪৮ দশমিক ০২ শতাংশের এবং ১৬৪টির বা ৪৯ দশমিক ৮৫ শতাংশের শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩২ দশমিক ৪১ পয়েন্ট বা দশমিক ১৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৬১ দশমিক ২৭ পয়েন্টে। সিএসইতে গতকাল ১৪৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭টির দর বেড়েছে, কমেছে ৫১টির আর ৮৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।