গত মঙ্গলবার চুয়াডাঙ্গা সদরের বেলগাছি গ্রামে তুলাচাষি সামছুজ্জামান ডালিমের জমিতে মাঠ দিবসের আয়োজন করা হয়। সেখানে ১০০ জন চাষির সমাবেশ ঘটে। তিনি জানান, তিনি ইস্পাহানি এগ্রোর নতুন জাতের তুলাবীজ ‘শুভ্র-৩’ চাষে ভালো ফলন পেয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের যশোর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জোনাল অফিসের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশীষ, ঝিনাইদহ জোনাল অফিসের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ড. আব্দুস সালাম, যশোর জোনাল অফিসের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা খন্দকার এনামুল কবীর ও ইস্পাহানি এগ্রোর সিনিয়র ম্যানেজার দেবাশীষ বিশ্বাস। বিজ্ঞপ্তি

Print Date & Time : 31 August 2025 Sunday 10:11 pm
শুভ্র-৩ তুলাবীজ চাষে ভালো ফলন পেলেন চুয়াডাঙ্গার চাষিরা
করপোরেট কর্নার ♦ প্রকাশ: