Print Date & Time : 31 July 2025 Thursday 2:13 am

শুভ জন্মদিনে অপূর্ব-তানজিন

শোবিজ ডেস্ক: নাট্যনির্মাতা সীমান্ত সজলের পরিচালনায় তৈরি হয়েছে নতুন নাটক ‘শুভ জন্মদিন’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিন তিশা। এর আগে ‘বর্ণমালার মিছিল’, ‘জয়তু’, ‘ভালোবাসার মায়াজাল’সহ বেশ কিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন এ পরিচালক। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটক প্রসঙ্গে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘সীমান্ত সজলের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। গল্পটা শুনে আমি মুগ্ধ। সুন্দর ও ভালোবাসার বহিঃপ্রকাশ এটি! তাই গল্প শুনেই একবাক্যে রাজি হয়ে যাই। শুটিং সেটে এসে রীতিমতো অবাক হয়েছিলাম। কারণ, সীমান্ত সজলের সেট ডিজাইন, আর্ট ডিরেকশন চমৎকার ও ব্যতিক্রম, যা আমি সচরাচর অন্যান্য পরিচালকের মাঝে দেখি না। এ পরিচালকের আরেকটি বিষয় খুব ভালো লাগে; সেটা হলো গল্প বলার ধরন। গল্পগুলো খুব স্পর্শকাতর।’ অন্যদিকে তানজিন তিশা বলেন, ‘সীমান্ত সজলের সঙ্গে আমারও এটি প্রথম কাজ। এত সুন্দর গল্প-ভাবনা। গল্প শুনেই কাজটি করার ইচ্ছে জাগে। শুটিং শিডিউলে জটিলতা থাকলেও মনের ইচ্ছায় সব বাধা পেরিয়ে ‘শুভ জন্মদিন’ নাটকটিতে অভিনয় করেছি। অনেক তৃপ্তি নিয়ে সীমান্ত সজলের সঙ্গে কাজটি করেছি। আশা করছি, ভবিষ্যতে সীমান্তর সঙ্গে আরও ভালো ভালো কাজ করব।’ আশাবাদ ব্যক্ত করে পরিচালক সীমান্ত সজল বলেন, ‘শুভ জন্মদিন’ নামটি আমাদের খুব পরিচিত। সবাই সবার মতো গল্প ভেবে নেয়। কিন্তু সবাই যা ভাবছে, আসলে তা নয়। এজন্মদিনটি একটু অন্যরকম, যা মানুষকে ভাবিয়ে তুলবে। হয়তো কাঁদিয়েও ফেলবে! তবুও ভালোবাসবে। শুভ জন্মদিন জীবনের কথা বলবে, শুভ জন্মদিন ভালোবাসার কথা বলবে।’ অপূর্ব-তিশা ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন মোসফিকুর শুভ, শ্রাবন্তী শ্রাবণ, নুসরাত সাবরিন, ডালিম কুমার দাস টিটু, শাওন আহমেদ ও থিয়েটারের ৩০ শিল্পী। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন আফফান মিতুল। নাটকটি প্রযোজনা করেছেন মো. মোজাফফর হোসেন দীপু। খুব শিগগির বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে এটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।