Print Date & Time : 21 July 2025 Monday 9:36 pm

শুরু হচ্ছে আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনা

শেয়ার বিজ ডেস্ক: দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে আজ শনিবার থেকে কাতারের রাজধানী দোহায় শুরু হতে যাচ্ছে আফগানিস্তান সরকার ও বিদ্রোহী গোষ্ঠী তালেবানের মধ্যকার আলোচনা। গত বৃহস্পতিবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সর্বশেষ বাধা হিসেবে ছয় তালেবান সদস্যের মুক্তির বিষয়টি সমাধান হয়েছে। আলোচনা শুরুর কথা নিশ্চিত করেছে তালেবান কর্তৃপক্ষও। খবর: আল জাজিরা।

দীর্ঘ আফগান যুদ্ধ অবসানে দোহায় অনুষ্ঠিত আলোচনায় গত ফেব্রুয়ারিতে ঐতিহাসিক সমঝোতায় পৌঁছায় তালেবান ও যুক্তরাষ্ট্র। ওই সমঝোতায় বিদেশি সেনা প্রত্যাহারের বিনিময়ে আফগানিস্তানে শান্তি স্থাপনের প্রতিশ্রুতি দেয় মার্কিন হামলায় ১৯ বছর আগে দেশটির ক্ষমতা থেকে উৎখাত হওয়া গোষ্ঠীটি। এছাড়া ওই সমঝোতায় আফগান সরকারের সঙ্গেও তাদের আলোচনায় বসতে বলা হয়। কিন্তু সরকারের সঙ্গে আলোচনার আগে বন্দি বিনিময়ের শর্ত দেয় তালেবান। বন্দি বিনিময় নিয়ে নানা টানাপোড়েনে ওই আলোচনা শুরু বারবার ব্যাহত হয়। বৃহস্পতিবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘কাতার আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে, আগামী ১২ সেপ্টেম্বর থেকে দোহায় আফগান শান্তি আলোচনা বাস্তবায়িত হতে যাচ্ছে।’ এতে বলা হয়, ‘আফগানিস্তানের দীর্ঘমেয়াদি শান্তির জন্য বিভিন্ন আফগান পক্ষের সরাসরি আলোচনা খুবই গুরুত্বপূর্ণ।’

তালেবানদের এক বিবৃতিতে বলা হয়েছে, ওই আলোচনার উদ্দেশ্য হবে যথাযথ প্রক্রিয়ায় আলোচনা প্রক্রিয়া নেওয়া এবং আমাদের ইসলামিক মূল্যবোধ ও অধিকতর জাতীয় স্বার্থের কাঠামোর মধ্য দিয়ে একটি খাঁটি ইসলামিক ব্যবস্থা এবং শান্তি নিয়ে আসা।

আশা করা হচ্ছে ওই আলোচনার শীর্ষ সূচিতে থাকবে একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর এবং দেশটির সংঘাত অবসানের রাজনৈতিক বন্দোবস্ত।