Print Date & Time : 1 November 2025 Saturday 11:22 am

শুরু হলো ২৪ ঘণ্টার লালনগীতির আসর

শোবিজ ডেস্ক: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার টেকেরহাট দোসরপাড়ায় গতকাল বিকাল থেকে শুরু হয়েছে ‘পদ্মহেম ধাম লালন সাঁই বটতলা সাধুসঙ্গ’। ২৪ ঘণ্টার এ আসর গতকাল বেলা ৩টায় শুরু হয়েছে। আজ বেলা ৩টা পর্যন্ত চলবে। এটি ১৫তম আসর। এবারের সাধুসঙ্গে প্রধান অতিথি হিসেবে ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পিপিএম পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। পদ্মহেম ধামের সভাপতি শাহ সুফি দরবেশ নহির শাহসহ সাধুসঙ্গে লালন সাঁইয়ের দর্শন ও বাণী পরিবেশন করবেন কুষ্টিয়াসহ সারা দেশের বাউল, সাধক, গুরু ও মহাজনেরা। সাধুসঙ্গের সভাপতি কবির হোসেন বলেন, পুরো আয়োজনটি সবার জন্য উম্মুক্ত থাকবে।