শেয়ার বিজ ডেস্ক: নতুন একটি বাণিজ্যচুক্তি করতে প্রাথমিকভাবে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও জাপান। এর মাধ্যমে দুই দেশের মধ্যকার বেশ কিছু রফতানি পণ্যের ওপর থেকে শুল্ক কমানো হবে, কিংবা পুরোপুরি বাতিল করে দেওয়া হবে। মূলত বিভিন্ন ধরনের কৃষিপণ্য এ চুক্তির আওতায় থাকবে বলে ধরাণা করা হচ্ছে। যদিও জাপানের গাড়ির ওপর শুল্কারোপের বিষয়ে এ চুক্তিতে কিছু থাকছে না বলে জানানো হয়েছে। খবর: বিবিসি।
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বেশ কিছু কৃষিপণ্য থেকে শুল্ক তুলে নেওয়া বা কমানোর পরিকল্পনা করছে দুই দেশ। এর আওতায় কিছু ডিজিটাল পণ্যও সুবিধা পাবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় এবং তৃতীয় বৃহত্তম দেশ একটি অসাধারণ চুক্তিতে পৌঁছেছে।
তবে এ চুক্তির মধ্যে গাড়ির ওপর আরোপিত ২৫ শতাংশ শুল্কের কথা উল্লেখ করা হয়নি। যুক্তরাষ্ট্র ওই শুল্কারোপ করার হুশিয়ারি উচ্চারণ করে আসছে। তবে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, এ ধরনের কোনো শুল্কারোপ করা হবে না। জাপানের সঙ্গে ২০১৮ সালে ছয় হাজার ৭৬০ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে যুক্তরাষ্ট্রের। এ বিষয়টি নিয়ে বছরজুড়েই আলোচনা চলছিল।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) দফতর থেকে জানানো হয়েছে, এ চুক্তির আওতায় জাপানে রফতানি করা যুক্তরাষ্ট্রের ৯০ শতাংশ খাদ্য ও কৃষিপণ্য শুল্কমুক্ত কিংবা পক্ষপাতমূলক শুল্ক সুবিধা পাবে। এছাড়া জাপান টাটকা কিংবা হিমায়িত গরু ও শূকরের মাংসে শুল্ক কমাবে কিংবা পুরোপুরি প্রত্যাহার করে নেবে। এছাড়া কিছু বাদামজাতীয় খাদ্য, ফল ও সবজির ক্ষেত্রেও এ ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
এর বিপরীতে জাপান থেকে আমদানি করা প্রায় চার কোটি ডলারের কৃষিপণ্যে শুল্ক প্রত্যাহার বা কমাবে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ফুল, গ্রিন টি এবং সয়া সসের মতো পণ্য রয়েছে। হোয়াইট হাউসের প্রকাশিত তথ্যানুযায়ী, এর মাধ্যমে বৈশ্বিক অর্থনীতিতে খুব ভালো এবং ইতিবাচক প্রভাব পড়তে পারে। এছাড়া কিছু ডিজিটাল পণ্যে পক্ষপাতমূলক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রেও সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও জাপান।
চলতি বছরের শুরুর দিকে কিছু বিদেশে তৈরি গাড়ি ও যন্ত্রাংশের ওপর শুল্কারোপ করার পরিকল্পনা করছিল। এর মধ্যে জাপান ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রয়েছে। তবে পরবর্তীকালে সে সিদ্ধান্ত বিলম্বিত করা হয়।
জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার নতুন চুক্তিতে গাড়ির শুল্কারোপ নিয়ে কিছু বলা হয়নি। তবে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আবারও নিশ্চিত করেছে জাপানি গাড়িতে কোনো শুল্কারোপ না করার ব্যাপারে। তিনি বলেছেন, প্রেসিডেন্ট দৃঢ়ভাবে নতুন শুল্কারোপ না করার কথা বলেছেন। যদিও বেশ কিছুদিন ধরে বিশ্বের বেশ কিছু দেশের সঙ্গে বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। চীনের সঙ্গে দেশটির বাণিজ্যযুদ্ধ এরই মধ্যে বিশ্ব অর্থনীতিকে টালমাটাল করে তুলেছে।

Print Date & Time : 27 July 2025 Sunday 3:34 am
শুল্ক কমানোর লক্ষ্যে চুক্তিতে সম্মত যুক্তরাষ্ট্র ও জাপান
আন্তর্জাতিক ♦ প্রকাশ: