Print Date & Time : 7 September 2025 Sunday 9:25 am

শেখ রাসেলের খেলোয়াড়দের পুরস্কৃত করলেন আনভীর

স্বাধীনতা কাপে রানার্সআপ হওয়ায় শেখ রাসেল ক্রীড়াচক্রের খেলোয়াড়দের ১০ লাখ টাকা পুরস্কার দিয়েছেন ক্লাবের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। গতকাল সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় তার নিজ বাস ভবনে দলের কৃতী খেলোয়াড় ও কোচিং স্টাফদের অভিনন্দন ও সংবর্ধনা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেনÑশেখ রাসেল ক্রীড়াচক্রের ভাইস চেয়ারম্যান নঈম নিজাম, ইমদাদুল হক মিলন, পরিচালক মো. ফখরুদ্দীন, বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান, শেখ রাসেল ক্রীড়াচক্রের অধিনায়ক জামাল ভূঁইয়া। অনুষ্ঠানে ক্লাবের সব পরিচালক, কর্মকর্তা, স্থায়ী সদস্য, খেলোয়াড় ও কোচিং স্টাফ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি