Print Date & Time : 29 August 2025 Friday 1:45 am

শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে ভারতের সহযোগিতা চেয়েছি, অভিযোগ ডাহা মিথ্যা’

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে হবে— এই অভিযোগ ডাহা মিথ্যা। আমি এই অভিযোগের ধারের কাছেও নেই।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এক সভা শেষে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম নগরীর জে এম সেন হলে গত ১৮ আগস্ট সন্ধ্যায় জন্মাষ্টমী উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখতে পারলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে এবং সত্যিকারের সাম্প্রদায়িকতামুক্ত, অসাম্প্রদায়িক একটা দেশ হবে।

‘শেখ হাসিনার সরকার টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।’

তার এই বক্তব্যের পর বিভিন্ন মহলে এমনি কী আওয়ামী লীগের মধ্যেও বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এর রেশ না কাটতেই ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের আইনি নোটিশ পান মন্ত্রী।