শেয়ার বিজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে শীর্ষ পর্যায়ের বৈঠক এবং দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়েছে। দিল্লির হায়দ্রাবাদ হাউসে বৈঠকে বসেন দুই নেতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয় দেশের মধ্যে ফলপ্রসূ আলোচনার আশাবাদ ব্যক্ত করেছেন।
এর আগে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার পর হায়দ্রাবাদ হাউসে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভ্যর্থনা জানান। এ সময় মোদির সঙ্গে করমর্দন করেন শেখ হাসিনা। এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি ভবনে ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গেও সাক্ষাৎ করেন শেখ হাসিনা।
কর্মসূচি অনুযায়ী রাষ্ট্রপতি ভবনের আনুষ্ঠানিকতার পর শেখ হাসিনা রাজঘাট গান্ধী সমাধিস্থলে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান। এরপর দুই দেশের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠক শুরু হয় হায়দ্রাবাদ হাউসে।
শীর্ষ পর্যায়ের আলোচনা শেষে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী কর্তৃক তার সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দেবেন।
ভারত-বাংলাদেশের ‘বিশেষ’ সম্পর্কের যে মাত্রা, দুই প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকের পর তাতে আরও নতুন গতি পাবে বলে আশা করছেন বাংলাদেশের কূটনীতিকরা। সম্ভাব্য বেশকিছু সমঝোতা স্মারক, চুক্তি স্বাক্ষরিত হলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হওয়াসহ নতুন মাত্রা পাবে। অনেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ভারত সফরকে নতুন সম্ভাবনার শুভসূচনা হিসেবে দেখছেন। এখন ভারত-বাংলাদেশজুড়ে আলোচনা চলছে চাওয়া-পাওয়া নিয়ে।
দুই দেশের কূটনৈতিক সূত্র বলছে, জ্বালানি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, পানিবণ্টন ও সংযুক্তির মতো বিষয়গুলো এবার গুরুত্ব পাবে। এর পাশাপাশি নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রেখে কীভাবে তা আরও বিস্তৃত করা যায়, তা নিয়ে দুই দেশের প্রধানমন্ত্রী আলোচনা করবেন।