Print Date & Time : 12 September 2025 Friday 8:07 am

শেবাচিমে কভিডে আরও ২ জনের মৃত্যু

প্রতিনিধি, বরিশাল: গত ২৪ ঘণ্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুজন রোগীর মৃত্যু হয়েছে। গতকাল সকাল পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলেন ৩১ জন রোগী।

এদিকে শেবাচিমের আরটি পিসিআর ল্যাবে সবশেষ নমুনা পরীক্ষায় ১ দশমিক ১১ ভাগ করোনা শনাক্ত হয়েছে, যা গত বছর পিসিআর ল্যাব স্থাপনের পর সর্বনিন্ম সংক্রমণের রেকর্ড।

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা গেছে, গত শুক্রবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ২৯ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ৬ জন রোগী। ওই সময় নানা উপসর্গ নিয়ে ১০ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন।

বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে দুজনের। গতকাল সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৩১ জন রোগী। এর আগে শুক্রবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১, বৃহস্পতিবার ৩, বুধবার শূন্য, মঙ্গলবার ১, সোমবার ৩, রোববার ৮ ও শনিবার ৩ জনের মৃত্যু হয়।

গত বছর ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত ৭ হাজার ২৮৯ রোগী সেখানে ভর্তি হন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪০৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে শুক্রবার রাতে সব নমুনা পরীক্ষার রিপোর্টে ১৮০ জনের মধ্যে দুজনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ১১ শতাংশ, যা গত বছরের ৮ এপ্রিল বরিশালে আরটি পিসিআর ল্যাব চালুর পর সর্বনি¤œ শনাক্তের রেকর্ড। এর আগে গত ১৮ সেপ্টেম্বরও আরটি পিসিআর ল্যাবে ১ দশমিক ১১ শতাংশ করোনা শনাক্ত হয়। এর আগে গত বৃহস্পতিবার ২ দশমিক ৮৯, বুধবার ১৬ দশমিক ৩০, মঙ্গলবার ১ দশমিক ৪৩, সোমবার ৩ দশমিক ৫৯, রোববার ৪ দশমিক ৮১ ও শনিবার ৮ দশমিক ০৪ শতাংশ করোনা শনাক্ত হয়। আরটি পিসিআর ল্যাবে গত ৫ জুলাই সর্বাধিক ৭৩ দশমিক ৯৪ শতাংশ করোনা শনাক্ত হয়।