Print Date & Time : 11 September 2025 Thursday 1:49 am

শেবাচিমে কভিডে মৃত্যু দুই

প্রতিনিধি, বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) কভিড ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় দুজন রোগী মারা গেছেন। গতকাল সকাল পর্যন্ত কভিড ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ২৫ জন রোগী।

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সব শেষ নমুনা পরীক্ষার রিপোর্টে এক দশমিক ২২ ভাগ কভিড শনাক্ত হয়েছে।

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা গেছে, গত শুক্রবার ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ২৬

জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে কভিড ওয়ার্ড ত্যাগ করেছেন চারজন রোগী। একই সময় নানা উপসর্গ নিয়ে কভিড ওয়ার্ডে পাঁচজন রোগী ভর্তি হয়েছেন।

এর আগের ৭২ ঘণ্টায় চিকিৎসাধীন কোনো রোগী মারা যাননি কভিড ওয়ার্ডে। এর আগে গত মঙ্গলবার কভিড ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক, সোমবার এক, রোববার

এক ও গত শনিবার দুজন রোগীর মৃত্যু হয়েছে।

গত বছর ১৭ মার্চ শেবাচিমে কভিড ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত সাত হাজার ৩১৭ জন রোগী সেখানে ভর্তি হন, তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক হাজার ৪১৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত শুক্রবার রাতের সব শেষ রিপোর্টে ১৬২ জনের নমুনা পরীক্ষায় দুজনের কভিড শনাক্ত হয়েছে, শনাক্তের হার এক দশমিক ২২ শতাংশ। এর আগে বৃহস্পতিবার এক দশমিক শূন্য শূন্য, বুধবার শূন্য দশমিক ৯০, মঙ্গলবার শূন্য দশমিক ৮৮, সোমবার ছয় দশমিক ৬২, রোববার চার দশমিক ৭৮ ও গত শনিবার দুই দশমিক ৩২ শতাংশ কভিড শনাক্ত হয়েছে আরটি পিসিআর ল্যাবে। গত বছর ৮ এপ্রিল মেডিকেল কলেজে পিসিআর ল্যাব চালুর পর গত ৫ জুলাই সর্বোচ্চ ৭৩ দশমিক ৯৪ শতাংশ কভিড শনাক্ত হয়।