ইস্টার্ন ইন্স্যুরেন্স এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স

শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধিতে কারসাজি খতিয়ে দেখছে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই বিমা কোম্পানির শেয়ারদর অস্বাভাবিকভাবে লাগামহীন বাড়ছে। গত কয়েক কার্যদিবসে কোম্পানি দুটির শেয়ারদর বেড়েছে প্রায় ৩০ শতাংশ। শেয়ার কারসাজি করে এই দর বৃদ্ধি করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। কোম্পানিগুলো হলো ইস্টার্ন ইন্স্যুরেন্স এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স। কোম্পানি দুটির শেয়ারদর কেন এভাবে বাড়ছে তার প্রকৃত কারণ জানা নেই এবং এর পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিগুলোর কর্তৃপক্ষ।

এদিকে ইস্টার্ন ইন্স্যুরেন্স এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধির বিষয়টি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নজরে পড়েছে। তাই শেয়ার দুটির দর এভাবে অস্বাভাবিক বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

তথ্য মতে, গত কার্যদিবসে ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি দর বেড়েছে ৩১ দশমিক ২৫ শতাংশ। মোট শেয়ারের মাধ্যমে বাজার মূল্য বেড়েছে ৬৪ কোটি ৬৬ লাখ টাকা। অন্যদিকে গত ১৫ কার্যদিবসে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি দর বেড়েছে ২৮ দশমিক ৩০ শতাংশ। মোট শেয়ারের মাধ্যমে বাজারমূল্য বেড়েছে ৬৩ কোটি ৫২ লাখ টাকা।

এদিকে গত বৃহস্পতিবার ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ারদর দাঁড়ায় ৬৩ টাকায়। গত ৩০ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ৪৮ টাকা। গত কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৫ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা কোটি ৩১ লাখ ১০ হাজার ১৪৪টি। সেই হিসাবে গত বৃহস্পতিবার কোম্পানিটির মোট শেয়ারের বাজারমূল্য হয়েছে ২৭১ কোটি ৫৯ লাখ ৩৯ হাজার ৭২ টাকা। গত ৩০ আগস্ট মোট শেয়ারের বাজারমূল্য ছিল ২০৬ কোটি ৯২ লাখ ৮৬ হাজার ৯১২ টাকা। এই সময়ের ব্যবধানে কোম্পানিটির মোট শেয়ারের বাজারমূল্য বেড়েছে ৬৪ কোটি ৬৬ লাখ ৫২ হাজার ১৬০ টাকা। গত বৃহস্পতিবার এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর দাঁড়ায় ৬৮ টাকায়। গত ১৬ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ৫৩ টাকা। গত ১৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৫ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা কোটি ২৩ লাখ ৫৯ হাজার। সেই হিসাবে গত বৃহস্পতিবার কোম্পানিটির মোট শেয়ারের বাজারমূল্য হয়েছে ২৮৮ কোটি লাখ ১২ হাজার টাকা। গত ১৬ আগস্ট মোট শেয়ারের বাজারমূল্য ছিল ২২৪ কোটি ৫০ লাখ ২৭ হাজার টাকা। এই সময়ের ব্যবধানে কোম্পানিটির মোট শেয়ারের বাজারমূল্য বেড়েছে ৬৩ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার টাকা। এদিকে কোম্পানি দুটির শেয়ারদর বৃদ্ধির প্রসঙ্গে নাম না প্রকাশের শর্তে বিএসইসির এক কর্মকর্তা বলেন, কোম্পানিগুলোর শেয়ারদর বাড়ার পেছনে কোনো অনিয়ম হয়েছে কি না, বিষয়টি দেখছে কমিশন। সেই সঙ্গে শেয়ারগুলোর দর বাড়ানো ক্ষেত্রে অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।