Print Date & Time : 13 September 2025 Saturday 11:39 am

শেয়ারবাজারের উন্নয়নে এখনও কিছুই করতে পারিনি: বিএসইসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, ‘আমরা শেয়ারবাজারের উন্নয়নে এখনও কিছুই করতে পারিনি। তারপরেও স্টেকহোল্ডাররা যেভাবে প্রশংসা করেন, তাতে সত্যিই ধন্য হয়ে যাই।’ গতকাল রাজধানীর আল-রাজী কমপ্লেক্সে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) নিজস্ব অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, ‘আমাদের শেয়ারবাজারের আকার জিডিপির (মোট দেশজ উৎপাদন) মাত্র ২০ শতাংশ। এটা কোনো মার্কেট হলো না। তারপরেও কত লোক বলে ফেলছে, মার্কেট অনেক বড় ও অতিমূল্যায়িত হয়ে গেছে। এ বিষয়গুলো মোকাবিলা করতে হবে, যা আমাদের একার পক্ষে সম্ভব না। এ ক্ষেত্রে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

পুঁজিবাজারের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘আপনারা এমন একটি পরিবেশ তৈরি করবেন, যেন আমরা আসল নিউজটা পাই। তথ্যের অবাধ প্রভাব নিশ্চিত করতে হবে। পুঁজিবাজারে তথা মার্কেটে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।’

যেসব ব্যবসায়ীদের পত্রিকা রয়েছে, তাদের নিজেদের স্বার্থরক্ষা বা প্রভাবিত করতে গিয়ে ভুল সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘আমরা কিন্তু নিউজ দেখলেই বুঝি কোন বা কি স্বার্থে করা হয়েছে। আমরা সত্য সংবাদ দেখতে চাই। নিজের ব্যবসার সুবিধার জন্য অন্যের ক্ষতি হয় এমন কোনো সংবাদ চাই না।’

সিএমজেএফের নিজস্ব কার্যালয়ের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, নিজের বাসা বা ঠিকানা যে কি পরিমাণ প্রয়োজন, তা আমরা সবাই বুঝি। যারা নিজেদের বাসায় থাকি, তারা নিজেদের অনেক ভাগ্যবান মনে করি। আসলে কোনোকিছুই স্থায়ী ঠিকানা ছাড়া ভালোভাবে করা সম্ভব হয়নি। সিএসজেএফ এতদিন ধরে যতকিছু করতে চাচ্ছিলেন, তা ঠিকভাবে করতে পারছিলেন না। ঠিকভাবে করতে গেলে স্থায়ী ঠিকানা খুবই দরকার।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, বিএসইসির বিদ্যমান জনবল দিয়ে ১১০০ প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। আমাদের সন্ধ্যা ৭টা পর্যন্ত কাজ করতে হয়। তাই ক্যাপিটাল মার্কেট বিটের সাংবাদিকদের বিভিন্ন ইস্যুতে সঠিক তথ্য তুলে আনতে হবে, যা কমিশনের কাজকে সহজ ও দ্রুত করে তুলবে।

সিএমজেএফের সভাপতি হাসান ইমাম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মনির হোসেন।