শেয়ারবাজারে আলো ছড়াল হাইডেলবার্গ ও ইস্টার্ন লুব্রিকেন্ট

দীর্ঘদিনের মন্দার পর শেয়ারবাজারে খানিকটা স্বস্তির হাওয়া এনেছে হাইডেলবার্গ সিমেন্ট ও ইস্টার্ন লুব্রিকেন্ট। টানা দুই সপ্তাহ ধরে এই দুই কোম্পানির শেয়ারদামে ব্যাপক উত্থান দেখা গেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থা জাগিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ৬ থেকে ১০ এপ্রিল পর্যন্ত বিদায়ী সপ্তাহে হাইডেলবার্গের শেয়ারদাম বেড়েছে ২০.৭৯ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিকেন্টের বেড়েছে ১১.১১ শতাংশ। আগের সপ্তাহেও ইতিবাচক ধারা ছিল—যেখানে হাইডেলবার্গের শেয়ারদাম বেড়েছিল ৬.৮২ শতাংশ আর ইস্টার্ন লুব্রিকেন্টের ৬.৯৭ শতাংশ। দুই সপ্তাহ মিলিয়ে হাইডেলবার্গের দাম বেড়েছে মোট ২৭.৬১ শতাংশ আর ইস্টার্ন লুব্রিকেন্টের ১৮.০৮ শতাংশ।

ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রেও কোম্পানি দুটি শক্ত অবস্থানে আছে। হাইডেলবার্গ সিমেন্ট সর্বশেষ ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আর ইস্টার্ন লুব্রিকেন্ট দিয়েছে ৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার—যা বিনিয়োগকারীদের কাছে বেশ আকর্ষণীয়।

বর্তমানে হাইডেলবার্গের শেয়ারের সর্বশেষ দাম দাঁড়িয়েছে ২৭৩ টাকা ৬০ পয়সা এবং ইস্টার্ন লুব্রিকেন্টের ২,৩৪৪ টাকা ৩০ পয়সায়।

মূলধনের দিক থেকে হাইডেলবার্গ অনেক বড়, তাদের শেয়ার সংখ্যা প্রায় ৫ কোটি ৬৫ লাখ, যেখানে পরিশোধিত মূলধন ৫৬ কোটি টাকা। অপরদিকে, ইস্টার্ন লুব্রিকেন্ট অপেক্ষাকৃত ছোট, শেয়ার সংখ্যা মাত্র ১৫ লাখ ৮৭ হাজার এবং মূলধন প্রায় ১.৬ কোটি টাকা।

বিশ্লেষকরা বলছেন, এই দুটি কোম্পানির শক্ত মৌলভিত্তি এবং বাজারে ক্ষণিকের ইতিবাচক ধারা—এই উত্থানের মূল কারণ। তাদের মতে, এ ধারা অব্যাহত থাকলে বাজারে আস্থা আরও বাড়বে এবং দীর্ঘদিনের মন্দা কাটিয়ে বিনিয়োগকারীরা নতুন করে আগ্রহী হয়ে উঠবেন।