Print Date & Time : 28 August 2025 Thursday 7:53 pm

শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুত ও জ্বালানি সাশ্রয়ে শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামীকাল বুধবার থেকে নতুন সময়সূচি অনুযায়ী শেয়ারবাজারে লেনদেন হবে।

মঙ্গলবার (২৩ আগস্ট) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) থেকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএসইসির কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ।

তিনি জানান, আগামীকাল বুধবার থেকে দেশের দুই পুঁজিবাজারে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত লেনদেন হবে। এরপরে পোস্ট ক্লোজিং সেশন ২টা পর্যন্ত চালু থাকবে।

উল্লেখ্য, বর্তমানে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন হচ্ছে। গতকাল ব্যাংকের লেনদেনের সময়সূচি সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত করা হয়।