নিজস্ব প্রতিবেদক: বিমা খাতের কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির পরিচালক মমতাজ বেগম দুই লাখ ৫০ হাজার শেয়ার কিনবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজারদরে পাবলিক মার্কেট থেকে উল্লিখিত পরিমাণ শেয়ার কিনবেন।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করেছে ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
তথ্যমতে, ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৭ পয়সা এবং ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৫৭ পয়সা, আগের বছর একই সময় যা ছিল যথাক্রমে ৫০ পয়সা ও ১০ টাকা ৯৩ পয়সা। আর এই হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে এক টাকা ৪৬ পয়সা, আগের বছর যা ছিল এক টাকা দুই পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর বেলা ১১টায় অনলাইনে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
এদিকে সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ডিএসইতে শূন্য দশমিক ৬৬ শতাংশ বা ১০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ১৫ টাকা ১০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ১৫ টাকা ১০ পয়সা। দিনজুড়ে ৭ লাখ ৪৮ হাজার ৫১টি শেয়ার মোট ৩৯৭ বার হাতবদল হয়, যার বাজারদর এক কোটি ১৩ লাখ ১০ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনিন্ম ১৪ টাকা ৮০ পয়সা থেকে সর্বোচ্চ ১৫ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ৮ টাকা ৯০ পয়সা থেকে ১৮ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়।
কোম্পানিটি ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৬৭ কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৬ কোটি ২৮ লাখ টাকা। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট ৬ কোটি ৭৬ লাখ ৫৬ হাজার ৮০৫ শেয়ার রয়েছে। কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩৫ দশমিক ৮৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১১ দশমিক ১৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে বাকি ৫২ দশমিক ৯২ শতাংশ শেয়ার।
সর্বশেষ বার্ষিক প্রতিবেদন এবং বাজারদরের ভিত্তিতে মূল্য আয় অনুপাত ২৯ দশমিক শূন্য চার আর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ১৭ দশমিক ৯৮।