মো. আসাদুজ্জামান নূর: চলতি বছরের টানা চার কার্যদিবস ইতিবাচক ধারায় লেনদেন সম্পন্ন হয়েছে দেশের পুঁজিবাজারে। শেয়ার কেনায় বিনিয়োগকারীদের আগ্রহ ক্রয় চাপ বাড়িয়েছে। ফলে গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে ৩৬ পয়েন্ট। গতি ফিরেছে লেনদেনেও।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন বছরের শুরু থেকেই সূচক বেড়ে পুঁজিবাজারে লেনদেন হচ্ছে। পুরোনো বছরের হিসাব শেষে নতুন করে শেয়ার কিনতে শুরু করেছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। সঙ্গে যোগ হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের লেনদেন। তাতেই উত্থানের দিকে পুঁজিবাজার।
বুধবার ডিএসইতে এক হাজার ৪১৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৩১ কোটি ৯৭ লাখ টাকা বেশি। মঙ্গলবার লেনদেন হয়েছিল এক হাজার ১৮২ কোটি ১৮ লাখ টাকার।
লেনদেনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে মোট ৩৭৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৮টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত ছিল ৩৯টির। ফলে বেশিরভাগ খাতেই দর বৃদ্ধি দেখা গেছে।
সবচেয়ে ভালো দিন গেছে আর্থিক প্রতিষ্ঠান খাতে। এ খাতের একটি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত থেকে বাকিগুলোর দর বেড়েছে। আগের কার্যদিবসের মতো গতকালের লেনদেনেও বেশি অবদান রেখেছে বিবিধ খাত। ৭৬ শতাংশ কোম্পানির শেয়ারদর বাড়ার দিনে এ খাতে লেনদেন হয়েছে ১৪ দশমিক ৪০ শতাংশ। এছাড়া ২৩ শতাংশ কোম্পানির দরপতন দেখেছে খাতটি।
এর পরেই ১০ দশমিক ৩৮ শতাংশ লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতে। ৪৮ শতাংশ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি ও ৫১ শতাংশের দর হ্রাস পেতে দেখা গেছে। লেনদেনে তৃতীয় অবস্থানে থাকলেও ৭২ শতাংশ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে বস্ত্র খাতে। লেনদেন দাঁড়িয়েছে ১০ দশমিক ১১ শতাংশ। বিপরীতে ১৮ শতাংশ কোম্পানির শেয়ারদরে পতন ও আট শতাংশের দর অপরিবর্তিত থাকতে দেখা গেছে।
৮৫ শতাংশ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি ও আট দশমিক শূন্য সাত শতাংশ লেনদেনের মাধ্যমে চতুর্থ অবস্থানে ছিল প্রকৌশল খাত। আর আট দশমিক শূন্য দুই শতাংশ লেনদেন করে পঞ্চম স্থানে জ্বালানি খাত। ৭৮ শতাংশ কোম্পানির শেয়ারদর বাড়ার দিনে ১৭ শতাংশ কোম্পানির দর হ্রাস ও একটির শেয়ারদর অপরিবর্তিত থাকতে দেখা গেছে। এছাড়া টাকার অঙ্কে লেনদেনে পিছিয়ে থাকলেও ভালো দিন গেছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও আইটি খাতের। গতকাল ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ছয় হাজার ৯২৯ পয়েন্টে। এ নিয়ে চলতি বছরের চার দিনই সূচক বাড়ল। ২০২১ সালের শেষ কর্মদিবস ৩০ ডিসেম্বরেও বেড়েছিল সূচক। এ পাঁচ দিনে সূচকে যোগ হলো ১৯৮ দশমিক ৭৮ পয়েন্ট। এ নিয়ে গত ২৬ ডিসেম্বর থেকে ৯ দিনের মধ্যে সূচক বেড়েছে ৩০০ পয়েন্ট। সূচকের এ অবস্থান গত ৯ ডিসেম্বরের পর সর্বোচ্চ। সেদিন সূচক ছিল ছয় হাজার ৯৮৪ পয়েন্ট। অপর দুই সূচকের মধ্যে ডিএস৩০ সূচক চার পয়েন্ট এবং শরিয়াহ্ সূচক ডিএসইএস সাত পয়েন্ট বেড়েছে।