Print Date & Time : 5 July 2025 Saturday 2:03 pm

শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত লাভেলো আইসক্রীমের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া প্রয়োজন বলে সতর্কবার্তা জারি করেছে ডিএসই।

জানা গেছে,লাভেলো আইসক্রীমের শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যার উত্তরে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য,লাভেলো আইসক্রীমের গত ২০ মে শেয়ার দর ছিল ৭৯ টাকা ২০ পয়সা। আর ১৮জুন লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর ১০২ টাকায় উন্নীত হয়েছে। অর্থাৎ ১ মাসে কোম্পানিটির শেয়ারদর ২২ টাকা ৮০ পয়সা বা ২৯ শতাংশ বেড়েছে।