৩০ লাখ শেয়ার বিক্রি করবেন এনসিসি ব্যাংকের পরিচালক

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এনসিসি ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

ঢাকা স্টক একেচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির পরিচালক আলহাজ মো. নুরুন নেওয়াজ হাতে থাকা এনসিসি ব্যাংকের ২ কোটি ৬২ লাখ ৭ হাজার ৩৩৬টি শেয়ারের মধ্যে ৩০ লাখ শেয়ার বিক্রি করবে।

ডিএসইর ব্লক মার্কেটে বিদ্যমান বাজার দরে ঘোষিত শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মাঝে বিক্রি সম্পন্ন হবে।

এর আগে চলতি বছরের গত ২৭ জানুয়ারি এনসিসি ব্যাংক পিএলসির এক পরিচালক শেয়ার গ্রহণের ঘোঘণা দিয়েছিলেন।