Print Date & Time : 19 July 2025 Saturday 1:16 am

শেয়ার বেচবেন এক্সিম ব্যাংকের পরিচালক

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এক্সিম ব্যাংক লিমিটেডের স্বতন্ত্র পরিচালক লে. কর্নেল (অব.) সিরাজুল ইসলাম শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, সিরাজুল ইসলাম এক্সিম ব্যাংকের ২০ হাজার ২৯টি বোনাস শেয়ার বেচবেন। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে পাবলিক মার্কেটে উল্লিখিত পরিমাণ শেয়ার বেচবেন তিনি।

‘এ’ ক্যাটেগরির এ কোম্পানিটি ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। দুই হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন এক হাজার ৪৪৭ কোটি ৫৬ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ এক হাজার ৬১১ কোটি ৬১ লাখ টাকা। কোম্পানিটির মোট ১৪৪ কোটি ৭৫ লাখ ৫৭ হাজার ৩৪৫টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা/পরিচালকদের কাছে রয়েছে ৩৭ দশমিক ৯৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক ২৬ দশমিক ১৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী এক দশমিক ২৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৪ দশমিক ৬৭ শতাংশ শেয়ার রয়েছে। সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ছয় দশমিক ১৮ এবং হালনাগাদ অনিরীক্ষিত ইপিএসের ভিত্তিতে ছয় দশমিক ৯১।

ব্যাংক খাতের এ কোম্পানিটি সর্বশেষ ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য সাড়ে সাত শতাংশ নগদ এবং আড়াই বোনাস লভ্যাংশ দিয়েছে। ওই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৯৯ পয়সা।

গতকাল কোম্পানিটির শেয়ারদর এক দশমিক ৬৫ শতাংশ বা ২০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ১২ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই।