শেয়ার বেচবেন নিউ লাইন ক্লথিংসের দুই পরিচালক

নিজস্ব প্রতিবেদক : বস্ত্র খাতের প্রতিষ্ঠান নিউ লাইন ক্লথিংস লিমিটেডের পরিচালক মশিউল হক ও মারুফুল হক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির পরিচালক মশিউল হক বর্তমানে কোম্পানিটির ১৭ লাখ ৯৩ হাজার ১০৬টি শেয়ার ধারণ করছেন। তার ধারণকৃত মোট শেয়ার থেকে ১ লাখ ১১ হাজার ৭২০টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে কোম্পানিটির আরেক পরিচালক মারুফুল হক বর্তমানে কোম্পানিটির ২৬ লাখ ৮৯ হাজার ৬৫৯ শেয়ার ধারণ করছেন। তার ধারণকৃত মোট শেয়ার থেকে এক লাখ ৬৮ হাজার ৫৮০ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। আগামী ২৮ এপ্রিলের মধ্যে বর্তমান বাজারদরে সাধারণ মার্কেটে এই শেয়ার বিক্রি করবেন তারা।

উল্লেখ্য, বস্ত্র খাতের কোম্পানিটি ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে লেনদেন হচ্ছে। অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৭৮ কোটি ৫৩ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভে আছে ১০৯ কোটি ৯১ লাখ টাকা। মোট শেয়ার রয়েছে সাত কোটি ৮৫ লাখ ৩২ হাজার ৬৫০টি। কোম্পানির মোট শেয়ারের ৩০ দশমিক ৬১ শতাংশ উদ্যোক্তা বা পরিচালকদের, ১৮ দশমিক ৯৩ শতাংশ প্রাতিষ্ঠানিক এবং ৫০ দশমিক ৪৬ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।

সর্বশেষ ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১২ দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৬৩ পয়সা। আর ৩০ জুন, ২০২১ তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ টাকা দুই পয়সা। এর আগে ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য পাঁচ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস  লভ্যাংশ দিয়েছিল। ওই সময় কোম্পানিটির ইপিএস ছিল এক টাকা ১৪ পয়সা। আর ৩০ জুন তারিখে এনএভি ছিল ২৩ টাকা ৮৩ পয়সা।