Print Date & Time : 7 July 2025 Monday 9:54 am

শেয়ার বেচবেন নিউ লাইন ক্লথিংসের দুই পরিচালক

নিজস্ব প্রতিবেদক: বস্ত্র খাতের প্রতিষ্ঠান নিউ লাইন ক্লথিংস লিমিটেডের পরিচালক মশিউল হক ও মারুফুল হক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির পরিচালক মশিউল হক বর্তমানে কোম্পানিটির ১৭ লাখ ৯৩ হাজার ১০৬টি শেয়ার ধারণ করছেন। তার ধারণকৃত মোট শেয়ার থেকে ১ লাখ ১১ হাজার ৭২০টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে কোম্পানিটির আরেক পরিচালক মারুফুল হক বর্তমানে কোম্পানিটির ২৬ লাখ ৮৯ হাজার ৬৫৯ শেয়ার ধারণ করছেন। তার ধারণকৃত মোট শেয়ার থেকে এক লাখ ৬৮ হাজার ৫৮০ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। আগামী ২৮ এপ্রিলের মধ্যে বর্তমান বাজারদরে সাধারণ মার্কেটে এই শেয়ার বিক্রি করবেন তারা।