Print Date & Time : 10 September 2025 Wednesday 9:00 pm

শেয়ার বেচবেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা একেএম শহিদ রেজা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির উদ্যোক্তা একেএম শহিদ রেজা বর্তমানে কোম্পানিটির মোট চার কোটি ৮৩ লাখ ৯৪ হাজার ১২৬টি শেয়ার ধারণ করছে। এ থেকে ছয় লাখ শেয়ার বিক্রি করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজারদরে পাবলিক মার্কেটের মাধ্যমে উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।

কোম্পানির মোট ১০৮ কোটি ৪৮ লাখ ৭৭ হাজার ৮৭৮টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩৬ দশমিক ৩৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক ২৪ দশমিক ১৮ শতাংশ, বিদেশি চার শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে বাকি ৩৫ দশমিক ৪৩ শতাংশ শেয়ার।