Print Date & Time : 27 August 2025 Wednesday 12:08 am

শেয়ার বেচবে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের পরিচালক

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের করপোরেট পরিচালক মাগুরা গ্রুপ লিমিটেড শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, মাগুরা গ্রুপ লিমিটেড বর্তমানে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ৯ লাখ ২১ হাজার ৩০৬টি শেয়ার ধারণ করছে। তাদের ধারণকৃত মোট শেয়ার থেকে এক লাখ শেয়ার বেচবে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে পাবলিক মার্কেটে উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে মাগুরা গ্রুপ।

১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি। ২৫ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১০ কোটি ৪৫ লাখ টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ ১৮ কোটি ৭৮ লাখ টাকা এবং মোট এক কোটি চার লাখ ৪৯ হাজার ৬০০ শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ৪৩ দশমিক ৯৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে দশমিক ৫৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে বাকি ৫৫ দশমিক ৫০ শতাংশ শেয়ার রয়েছে।

এদিকে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৩৪ পয়সা। ৩০ জুন, ২০২১ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৭ টাকা ৯৭ পয়সা।

এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ২ দশমিক ৬৭ শতাংশ বা ৪ টাকা ৭০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ১৮০ টাকা ৬০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ১৭৭ টাকা থেকে সর্বোচ্চ ১৮৩ টাকায় ওঠানামা করে। এক বছরের মধ্যে শেয়ারদর ৩৭ টাকা ২০ পয়সা থেকে ৩১৯ টাকা ৯০ পয়সায় ওঠানামা করে।