Print Date & Time : 23 July 2025 Wednesday 4:29 am

শেয়ার বেচবে প্রাইম ইন্স্যুরেন্সের পরিচালক

নিজস্ব প্রতিবেদক: বিমা খাতের কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের করপোরেট পরিচালক ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, করপোরেট পরিচালক ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ধারণ করা মোট ৩৭ লাখ ৫৪ হাজার ছয়টি শেয়ার থেকে ২৪ লাখ ৪৫ হাজার শেয়ার বিক্রি করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজারদরে ব্লক মার্কেটে উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি করা হয়।

কোম্পানিটির মোট চার কোটি আট লাখ ৭৭ হাজার ৪৯৮টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৬১ দশমিক ৩৯ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক ১২ দশমিক ১৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ২৬ দশমিক ৪৮ শতাংশ শেয়ার।