নিজস্ব প্রতিবেদক: শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির উদ্যোক্তা হাজী আবুল কালাম। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এমন ঘোষণা স্টেকহোল্ডারদের জানিয়েছে প্রতিষ্ঠানটি।
জানা গেছে, বর্তমানে কোম্পানিটির উদ্যোক্তা আবুল কালামের কাছে প্রতিষ্ঠানটির দুই কোটি ৯৫ লাখ ৩৪ হাজার ৪৭ শেয়ার রয়েছে। তার ধারণ করা শেয়ার থেকে এক কোটি ১৫ লাখ শেয়ার তিনি তার ছেলে মোহাম্মদ নাসম কালামকে স্টক এক্সচেঞ্জের লেনদেন সিস্টেমের বাইরে উপহার হিসেবে দেবেন। উল্লেখ্য, মোহাম্মদ নাসম কালাম প্রতিষ্ঠানটির একজন সাধারণ শেয়ারহোল্ডার।
আগামী ৩০ কার্যদিবসের (২৯ আগস্ট থেকে পরবর্তী ৩০ কার্যদিবস) মধ্যে ডিএসই মাধ্যমে উল্লিখিত পরিমাণ শেয়ার হস্তান্তর করবেন ব্যাংকের এ উদ্যোক্তা। উল্লেখ্য, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। প্রতিষ্ঠানটির এক হাজার ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন এক হাজার ৪৭৬ কোটি ৫৪ লাখ টাকা। কোম্পানিটির ১৪৭ কোটি ৬৫ লাখ ৪৮ হাজার ৪৭৬টি শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩৪ দশমিক ৬৪ শতাংশ, সরকারি শূন্য দশমিক ৮১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ২১ দশমিক ০৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীর কাছে শূন্য দশমিক ৭২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৪২ দশমিক ৭৮ শতাংশ শেয়ার।
এদিকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
জানা গেছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৩৫ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৬২ পয়সা। অর্থাৎ ইপিএস কমেছে ২৭ পয়সা। আর প্রথম দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন, ২০২৩) ইপিএস হয়েছে ৬৮ পয়সা, আগের বছরের একই সময় ছিল ৮৫ পয়সা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৯ টাকা ৯ পয়সা। এছাড়া প্রথম দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ২৮ টাকা ৯৫ পয়সা, অথচ আগের বছরের একই সময়ে ছিল ৮ টাকা ৭৭ পয়সা (ঘাটতি)।
৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৫ পয়সা এবং ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৫৭ পয়সা। আর এই হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১৩ টাকা ২৫ পয়সা (লোকসান)। এর আগে ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯২ পয়সা এবং ৩১ ডিসেম্বর, ২০২১ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ২৫ পয়সা। আর এই হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১৮ টাকা ৫৪ পয়সা (লোকসান)।