Print Date & Time : 9 September 2025 Tuesday 11:56 pm

শেয়ার হস্তান্তর করবেন এক্মি ল্যাবরেটরিজের উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক: ওষুধ ও রসায়ন খাতের দি এক্মি ল্যাবরেটরিজ লিমিটেডের উদ্যোক্তা পারভীন আক্তার নাসির শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, পারভীন আক্তার নাসিরের কাছে কোম্পানিটির মোট এক কোটি ৮৮ লাখ ৬৬ হাজার ৭৪৬ শেয়ার রয়েছে। এ শেয়ারের মধ্য থেকে ১৩ লাখ ৪৭ হাজার ৫৮৮ শেয়ার হস্তান্তর করবেন তিনি, যা স্টক এক্সচেঞ্জের লেনদেন সিস্টেমের বাইরে তার ছেলে রেজা-উর-রহমান সিনহাকে (কোম্পানিটির প্লেসমেন্টহোল্ডার) উপহার হিসেবে দেবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনুমোদন পাওয়ার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লিখিত শেয়ার হস্তান্তরের কাজ সম্পন্ন করবেন এ উদ্যোক্তা।

ডিএসই থেকে প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির মোট ২১ কোটি ১৬ লাখ এক হাজার ৭০০টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ৪০ দশমিক ৪৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ২৯ দশমিক ২০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীর কাছে শূন্য দশমিক ১৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে বাকি ৩০ দশমিক ১৯ শতাংশ শেয়ার রয়েছে।

২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি। ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ২১১ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ এক হাজার ২৮৫ কোটি ৫২ লাখ টাকা।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীর জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে সাত টাকা ৪২ পয়সা। ৩০ জুন, ২০২১ এনএভি দাঁড়িয়েছে ৯৫ টাকা চার পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি এনওসিএফপিএস হয়েছে ১২ টাকা ৭২ পয়সা।

গতকাল কোম্পানিটির শেয়ারদর শূন্য দশমিক ৩৪ শতাংশ বা ৩০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৮৯ টাকায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৮৮ টাকা ৮০ পয়সা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ৮৭ টাকা ৮০ পয়সা থেকে ৮৯ টাকা ২০ পয়সায় লেনদেন হয়। দিনজুড়ে এক লাখ ৬৬ হাজার ৫৮৫ শেয়ার মোট ৩৩১ বার হাতবদল হয়, যার বাজারদর এক কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। আর গত এক বছরের মধ্যে কোম্পানিটির শেয়ারদর সর্বনি¤œ ৬২ টাকা ৪০ পয়সা থেকে সর্বোচ্চ ১১৭ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করে।