শেয়ার হস্তান্তর করবেন তাওফিকা ফুডের পরিচালক

নিজস্ব প্রতিবেদক: তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির উদ্যোক্তা পরিচালক মো. ইকরামুল হক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক মো. ইকরামুল হকের কাছে থাকা কোম্পানির মোট তিন কোটি ৩০ লাখ শেয়ারের মধ্য থেকে ৩০ লাখ শেয়ার তার মেয়ে মুহসিনিনা শারিকা ইকরামকে স্টক এক্সচেঞ্জের লেনদেন সিস্টেমের বাইরে উপহার হিসেবে দেবেন। আগামী ২৮ এপ্রিলের মধ্যে ডিএসই’র অনুমোদনসাপেক্ষে উল্লিখিত পরিমাণ শেয়ার হস্তান্তর করবেন তিনি।

উল্লেখ্য, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম ২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৮৫ কোটি টাকা। কোম্পানিটির মোট ৮ কোটি ৫০ লাখ শেয়ার রয়েছে। ডিএসই থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ৫৮ দশমিক ২৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫ দশমিক ০১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৬ দশমিক ৭৫ শতাংশ শেয়ার রয়েছে।

৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে এক টাকা ৪১ পয়সা।