Print Date & Time : 29 August 2025 Friday 8:25 pm

শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক কৃষকের মৃত্যু

প্রতিনিধি, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে সুভাষ ঘাগড়া (৪৫) নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক কৃষকের মৃত্যু হয়েছে। ১২ অক্টোবর বুধবার সকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের দক্ষিণ ডেফলাই গ্রামে এ ঘটনা ঘটে।

কৃষক সুভাষ ওই গ্রামের মৃত খাইশা সাংমার ছেলে। স্থানীয় ইউপি সদস্য রশিদুর রহমান খান জানান বুধবার সকাল ৯ ঘটিকার দিকে সুভাষ ঘাগড়া গরুর জন্য ঘাস কাটতে যান। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের পরিবার ও প্রতিবেশীরা তাকে মৃতবস্থায় উদ্ধার করে । খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সুভাষ ঘাগড়ার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।