প্রতিনিধি, শেরপুর : ছেলেকে নিয়ে প্রতিদিন সাইকেল চালিয়ে স্কুলে নিয়ে যেতেন বাবা। সে সাথে ছেলেকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হওয়ার স্বপ্ন দেখতেন শেরপুরের নকলা উপজেলার কলাপাড়া গ্রামের কৃষক হানিফ (৪২) এবং ছেলে পিয়াস (১১)।
আজ মঙ্গলবার বাবা হানিফ ও ছেলে পিয়াসের সেই স্বপ্ন ঘাতক ট্রাক কেড়ে নিয়েছে। আজ সকাল সাড়ে ৭টায় নকলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকের বডির নিচে ঝুলে ছিল দুর্ঘটনাকবলিত বাইসাইকেলের সামনের অংশ।
প্রত্যক্ষদর্শী তারেক হাসানের বর্ণনা সূত্রে জানা যায়, প্রতিদিন কলাপাড়া গ্রামের কৃষক হানিফ তার পুত্র পঞ্চম শ্রেণির ছাত্র পিয়াসকে নিয়ে স্থানীয় রইস উদ্দিন একাডেমিতে সাইকেলে করে আসা-যাওয়া করতেন। আজ সেই স্কুলের পাশেই ট্রাকচাপায় পিষ্ট হয়ে বাবা হানিফ মৃত্যুবরণ করেন আর মেধাবী স্কুলছাত্র পিয়াসকে আহত অবস্থায় দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নকলা পৌরসভার ৯নং কলাপাড়া ওয়ার্ড কমিশনার ইন্তাজ আলী।
নকলা পৌরসভার কর আদায় কর্মকর্তা মোশারফ হোসেন জানান, আজকের এ দুর্ঘটনার অন্যতম কারণ ছিল রাস্তার পাশে দাঁড়ানো মাটি কাটার ট্রাকটরের সারি, যার কারণে ইতোমধ্যে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে।