Print Date & Time : 29 August 2025 Friday 4:03 am

শেরপুরের নকলায় বজ্রপাতে দুজন নিহত

প্রতিনিধি, শেরপুর : শেরপুরের নকলায় বজ্রপাতে পৃথক স্থানে দুজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর গ্রামের নাজমুল হক (৪৫) নামে এক ব্যক্তি পুকুরে মাছ মারতে গিয়ে এবং একইদিন সকাল ৯টার দিকে উপজেলার উরফা ইউনিয়নের হাসনখিলা গ্রামে রফিকুল ইসলাম (৩০) নামে এক কৃষক ধানের চারা তুলতে গিয়ে বজ্রপাতে নিহত হন।

নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের মনেজ আলীর পুত্র এবং নাজমুল হক একই গ্রামের মৃত সিদ্দিক সরদারের পুত্র।

স্থানীয়রা জানান, নাজমুল সকালে বৃষ্টির মধ্যে ওই গ্রামের সফর উদ্দিনের পুকুরে মাছ ধরতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে রফিকুল ইসলাম আজ সকালে তার বাড়ির পাশে আমন ধানের চারা তুলতে যান। ওই সময় বজ্রপাতে আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে স্বজনরা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।