Print Date & Time : 5 August 2025 Tuesday 1:07 pm

শেরপুরে অবিরাম বর্ষণ পাহাড়ি ঢলে ৩০ গ্রাম প্লাবিত

প্রতিনিধি, শেরপুর: গত তিন দিনের অবিরাম ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মহারশী ও সোমেশ্বরী নদীর পানির স্রোতে তীরবর্তী বাঁধ ভেঙে যাওয়ায় উপজেলার ঝিনাইগাতী সদর, ধানশাইল ও কাংশা ইউনিয়নের প্রায় ৩০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে শত শত মানুষ।
প্লাবিত এলাকার রাস্তাঘাট, ছোট ছোট পুল-কালভার্ট ও কাঁচা-পাকা বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া ভারী বর্ষণে নদীর পানি বৃদ্ধি পেয়ে ঝিনাইগাতী বাজারসহ বাড়িঘরে প্রবেশ করতে শুরু করেছে। বর্ষণ ও উজানের পানি অব্যাহত থাকলে দু-এক দিনের মধ্যে ঝিনাইগাতী উপজেলা পরিষদসহ পুরো বাজার এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ জানিয়েছেন, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতেও উজানের পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে। ফলে যে কোনো সময় ভোগাই নদীর দুই তীরে ভাঙন দেখা দিতে পারে এবং আগের ভাঙা অংশ দিয়ে পানি প্রবাহিত হয়ে তলিয়ে যেতে পারে রামচন্দ্রকুড়া ইউনিয়নের কয়েকটি গ্রাম।