Print Date & Time : 8 September 2025 Monday 1:24 am

শেরপুরে অবৈধ ইটভাটায় অভিযানে ১৮ লাখ টাকা জরিমানা

প্রতিনিধি, শেরপুর : শেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান চালাচ্ছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের টিম। এরই ধারাবাহিকতায় বুধবার (২৮ ডিসেম্বর) সকালে শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর এলাকা থেকে অভিযান শুরু হয়। অভিযানে ২ টি ইট ভাটা বন্ধের নির্দেশসহ মোট ৬ টি ইট ভাটা থেকে ১৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, শেরপুর জেলায় চালু থাকা ৬১টি ইটভাটার মধ্যে ৫৮টিই চলছে অবৈধভাবে। সম্প্রতি উচ্চ আদালত দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেয়। ওই নির্দেশ মোতাবেক অবৈধ ইটভাটার তালিকা করে বন্ধের কাজ শুরু করেছে জেলা পরিবেশ অধিদপ্তর।

এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তেরর উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদ বলেন, ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদ। অভিযান পরিচালনাকালে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।