Print Date & Time : 23 September 2025 Tuesday 11:32 am

শেরপুরে অবৈধ বালুর গাড়ি আটক করায় ইউএনও অফিস ঘেরাও: আটক-৪

প্রতিনিধি, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অবৈধ বালুর গাড়ি আটক করায় বালু ব্যবসায়ীরা ইউএনও অফিস ঘেড়াও ও রাস্তা অবরোধের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার সন্ধ্যায় অবৈধ বালু লুটপাট বন্ধের অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অনিন্দা রানী ভৌমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সামন থেকে অবৈধ বালু ভর্তি একটি মাহিন্দ্র আটক করেন। এ সময় অবৈধভাবে বালু লুটপাটের সাথে জরিত থাকার অভিযোগে ৪ জনকে হেলাল (৩০) মিয়া সাং বন্ধভাটপাড়া, মনির মিয়া সাং রামেরকুড়া, হযরত (২৮) সাং বারোয়ারী, আজিমউদ্দিন(৩১) সাং বন্ধভাট পাড়া ও মনিরাজ (২৫) চরিয়াপাড়া শ্রীবরদি কে এবং মাসুদ (৪৫) সাং গান্দিগাও কে ১মাসের জেল ও ৫০০ টাকা জরিমানায় উভয় দন্ডে দন্ডিত করে ।

এঘটনাকে কেন্দ্র অবৈধ বালু ব্যবসায়ীরা রাত ৮ টার দিকে উপজেলা ইউএনও অফিস ঘেড়াও করে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় অবৈধ বালু লুটপাটকারিরা উপজেলা পরিষদের সামনে রাস্তা বন্ধ করে দিয়ে ১ ঘন্টার উপরে সড়ক ও ইউএনও অফিস অবরোধ করে রাখে। অবৈধ বালু লুটপাটকারিদের পক্ষে নেতৃত্ব দেন শ্রমিকদল নেতা মাসুদ আরমান ও শাহীন ড্রাইভার। বিক্ষোভকারিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল ও স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। থানা পুলিশ পরিস্থতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে গত বছরের ৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে গারো পাহাড় থেকে অবৈধভাবে বালু লুটপাটে মেতে উঠে ওই বালু খেকোরা।বার বার জেল জরিমানা করার পরও নিয়ন্ত্রন করা যাচ্ছে না এই অবৈধ বালু ব্যবসায়ীদের।

এ বিষয়ে শ্রমিকদল নেতা মাসুদ আরমানের সাথে কথা হলে তিনি বলেন, আমার বালুর বৈধ কাগজ থাকার পরেও উপজেলা প্রশাসন বালুর গাড়ি আটক ও শ্রমিকদের সাজা দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ বালুর গাড়ি আটক ও শ্রমিকদের সাজা দেয়া হলে অবৈধ বালু লুটপাটকারিরা আটককুত বালুর গাড়ি ও শ্রমিকদের ছিনিয়ে নেয়ার উদ্দেশ্য ইউএনও অফিস ঘেড়াও ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে যে কোন মুহূর্তে পরিস্থিতি অশান্ত হয়ে উঠতে পারে।