শেরপুরে একাত্তরে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, শেরপুর : শেরপুরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের আলোচনা সভায় ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনী কর্তৃক গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ সোমবার (৩ অক্টোবর) শেরপুর জেলা সেক্টর্স কমান্ডার্স ফোরামের আয়োজনে শহরের শহীদ বুলবুল সড়ক মোড়ে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা সেক্টর্স কমান্ডার্স ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা।

সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আখতারুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন উদীচী সভাপতি অধ্যক্ষ তপন সারোয়ার, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক আ স ম নয়ন সোহেল, সদস্য হারেজ আলী প্রমুখ। মানববন্ধন শেষ উদীচী সভাপতি অধ্যক্ষ তপন সারোয়ার একটি গণসংগীত পরিবেশন করেন।