Print Date & Time : 6 July 2025 Sunday 4:51 pm

শেরপুরে কমিউনিটি অনকোলজি ফাউন্ডেশন উদ্বোধন

প্রতিনিধি, শেরপুর: শেরপুরে কমিউনিটি অনকোলজি ফাউন্ডেশন উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে শেরপুর ডায়াবেটিক সেন্টারে এ অস্থায়ী কার্যালয় ও সেবা কেন্দ্র উদ্বোধন করেন সাবেক সচিব আব্দুস সামাদ ফারুক।

শেরপুর কমিউনিটি অনকোলজি ফাউন্ডেশনের রাজিয়া সামাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

এ সময় প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ডাক্তার হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। এছাড়া অন্যান্যের মধ্যে জেলা সিভিল সার্জন প্রতিনিধি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, ডা. এমএ বারেক তোতা, ডা. আবু তাহের প্রমুখ উপস্থিত ছিলেন।