প্রতিনিধি, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কৃষি কর্মকর্তা আলমগীর কবীরকে হুমকির প্রতিবাদ ও স্ট্যান্ড রিলিজ বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কৃষকেরা। সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলার সর্বস্তরের কৃষক-কৃষাণীদের ব্যানারে উপজেলা পরিষদের সম্মুখে এই মানববন্ধন ও মানববন্ধন শেষে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।
উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কৃষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কাকরকান্দি ইউনিয়নের কৃষক আব্দুল ওহাব, বিশগিরীপাড়া গ্রামের জিয়াউর রহমান, পোড়াগাঁও ইউনিয়নের কৃষক আব্দুল মজিদ, তন্তর গ্রামের আব্দুল মোতালেব প্রমুখ। মানববন্ধন শেষে প্রায় শতাধিক কৃষকের অংশগ্রহনে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের নালিতাবাড়ী উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানও কৃষকদের মানববন্ধনে একাত্বতা প্রকাশ করেন।
উল্লেখ্য ২৯ মার্চ ভেজাল বিরোধী অভিযানে শহরের সাহা ট্রেডার্সে অভিযান চালিয়ে রাজিব এগ্রো ফার্মাসিটিক্যালস লিমিটেডের ‘মাইক্রোভিট ‘ নামে অনুমোদনহীন ৬ কার্টুন কীটনাশক পায় উপজেলা ও জেলার কৃষি কর্মকর্তারা।
পরে গত ৩ এপ্রিল এনিয়ে মামলার প্রস্তুতি নিলে উপজেলা কৃষি কর্মকর্তাকে বদলীর হুমকি দেওয়া হয়। এদিকে হুমকির ২৪ ঘন্টা না পেরুতেই পরদিন ৪ এপ্রিল সকালে কৃষি মন্ত্রনালয়ের উপসচিব আবুল কালাম স্বাক্ষরিত এক নোটিশে কৃষি কর্মকর্তা আলমগীর কবীরকে স্ট্যান্ড রিলিজ দেওয়া হয় এবং রাঙামাটি উপজেলার বরকল উপজেলায় যোগদানের নির্দেশ দেওয়া হয়।