শেরপুরের খ্রিষ্টান সম্প্রদায় উদ্যাপন করছে তাদের অন্যতম ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’। শনিবার রাত থেকেই শুরু হয় উৎসবের প্রস্তুতি। গতকাল রোববার দিনব্যাপী পালিত হয় সানডের নানা অনুষ্ঠানমালা।
শনিবার রাতে শেরপুরের প্রধানতম খ্রিষ্টান ধর্মপল্লী ঝিনাইগাতী উপজেলার মরিময় নগর গির্জায় অনুষ্ঠিত হয় প্রার্থনা। রোববার সকালও শুরু হয় প্রার্থনার মধ্য দিয়ে। নিজ সম্প্রদায় ও দেশের জন্য শান্তি ও সম্প্রীতি রক্ষার কথাও বলা হয় সে প্রার্থনায়।
মূলত খ্রিষ্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, যিশুখ্রিষ্ট মৃত্যুর তৃতীয় দিনে ফিরে আসেন। ফিরে আসা বা পুনরুত্থানের দিনটি রোববার থাকায় তা উদ্যাপিত হয় ইস্টার সানডে হিসেবে।
স্টার সানডে উৎসবকে ঘিরে শেরপুরের গারো সম্প্রদায়ের খ্রিষ্টান ধর্মাবলম্বীরা জেলার নালিতাবাড়ী উপজেলার বারোমারী খ্রিষ্টান মিশন, ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর সাধু জর্জ ধর্মপল্লি ও শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা ধর্মপল্লিসহ প্রায় অর্ধশত গির্জায় চলে উপাসনা ও নানা অনুষ্ঠানমালা।