Print Date & Time : 2 September 2025 Tuesday 6:52 pm

শেরপুরে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, শেরপুর : শেরপুরে একাত্তরের মুক্তিযুদ্ধে বাঙালি গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (১৯ মার্চ) সকালে শহরের নয়ানীবাজারস্থ ঐতিহাসিক পাকবাহিনীর টর্চার সেল খ্যাত সুরেন্দ্রমোহন এঁর বাড়ির সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে সেক্টার কমান্ডার্স ফোরাম শেরপুর জেলা শাখা।

এসময় ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, ড. সুধাময় দাস, হারেজ আলী, আব্দুর রহিম বাদল প্রমূখ বক্তব্য রাখেন। এছাড়া অন্যান্য সদস্য, সুধী মহল, সাংবাদিকবৃন্দরা মানববন্ধনে অংশ নেয়।

এসময় বক্তারা একাত্তোরে গণহত্যার স্থানগুলোকে চিহ্নিতকরণ ও সংরক্ষন, একাত্তরে বাংলাদেশের কালো রাত্রী হিসেবে পরিচিত ২৫ মার্চকে গণহত্যা দিবস এবং গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবী জানানো হয়।